মস্তিষ্কে এক বিশেষ সিলিয়া কি সময়ের দূত?

মস্তিষ্কে এক বিশেষ সিলিয়া কি সময়ের দূত?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ ডিসেম্বর, ২০২২

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের ওপর গবেষণা করে বলেছেন, ছোটো ছোটো অ্যান্টেনার মতো অঙ্গাণু তাদের সময়ের ধারণা করতে সাহায্যে করে। পূর্ববর্তী গবেষণায় কিন্তু এই ছোটো ছোটো অঙ্গাণুকে লুপ্তপ্রায় অঙ্গ হিসেবে ভাবা হত। কিন্তু বর্তমানে কিছু মুখ্য সিলিয়াকে সংকেত আদানপ্রদানের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে, যারা শরীরকে পরিবেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে ও শরীরকে প্রয়োজনীয় অভিযোজন করতে সাহায্য করে।
সিলিয়াগুলো সরিয়ে দিয়ে দেখা গেছে, যে পরিবেশের কোনো রকম পরিবর্তন হলে, শরীর তার জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে অসমর্থ হয়।
সংকেত আদানপ্রদানের ক্ষেত্রে সিলিয়ার ভূমিকা জানার পর, অবশ্য এখনো এটা স্পষ্ট নয়, এই অঙ্গাণুগুলো মস্তিষ্কে বিভিন্ন উচ্চ ধরনের বোধশক্তি গঠনের ক্ষেত্রে কী ভূমিকা নেয়।
স্ট্রাইটাম নামে পরিচিত মস্তিষ্কের একটি অংশ শরীরে কেন্দ্রীয় ঘড়ি হিসাবে কাজ করে, মাংসপেশীর চলাচল নিয়ন্ত্রণ করে, শেখা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমন্বয় ঘটায়। এটি কার্যকরী স্মৃতিশক্তি এবং মনোযোগ বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ।