মহাকাশেও নিঃশব্দ যুদ্ধ চিনের!

মহাকাশেও নিঃশব্দ যুদ্ধ চিনের!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ফেব্রুয়ারী, ২০২২

হলিউডের সেই স্টার ওয়ার সিনেমার দৃশ্য এবার বাস্তবে! মহাকাশে নিঃশব্দ যুদ্ধ করল চিন! গত ২২ জানুয়ারি আমেরিকার সেন্টার অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের হলঘরে এক ওয়েবনারের সহায়তায় বিরল এই দৃশ্য দেখালেন এক মার্কিন সংস্থার ডিরেক্টর ব্রায়ান ফ্লিউলিং। এই বেসরকারি মার্কিন সংস্থাটির কাজ মহাকাশে অজস্র উপগ্রহের অবস্থান অত্যাধুনিক, শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করে যাওয়া।
গত ২২ জানুয়ারি মহাকাশে দেখা গিয়েছে চিনের একটি উপগ্রহ এস জে-২১ আর একটি বড় কিন্তু ‘মৃত’ উপগ্রহ জি-২-কে টেনে নিয়ে নিজের কক্ষপথ থেকে সরে গিয়ে অন্য কক্ষপথে চলে গিয়েছিল। কয়েকদিন পর, ২৬ জানুয়ারি সেই চীনা উপগ্রহকে দেখা গিয়েছে জি-২-কে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আর একটি কক্ষপথ, যাকে মহাকাশের কবরস্থান বলা হয়, সেখানে নিক্ষেপ করতে। চীনা উপগ্রহ এস জে-২১ মহাকাশে গিয়েছিল ২০২১-এর অক্টোবরে। অনেক দেশই এখন মহাকাশে আবর্জনা পরিষ্কার করতে নানা উপগ্রহ পাঠাচ্ছে। কিন্তু আমেরিকা চিনের এই কাজ ভাল চোখে দেখেনি। ইউএস স্পেস কম্যান্ডের কম্যান্ডার জেমস ডিকিনসন বলেছেন, “ভবিষ্যতে চিনের এস জে-২১-এর মত আরও উপগ্রহ মহাকাশে অন্য উপগ্রহগুলিকে তাদের কাজ না-ও করতে দিতে পারে এভাবে অন্যত্র নিক্ষেপ করে।”
যারে দেখতে নারি তার চরণ বাঁকা!