পৃথিবীর জমি দখলের লড়াইয়ের কথা তো সকলের জানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশগুলোর আর্ন্তজাতিক সম্পর্কে ‘ঠান্ডা লড়াই’ শুরু হওয়ার দিন থেকেই জল ও জমি দখলের লড়াই এবং পরমাণূ অস্ত্রের সম্ভার তৈরি করার প্রক্রিয়ায় মগ্ন বিশ্বের প্রায় সমস্ত উন্নত দেশ। সে যতই পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তি হোক না কেন! এবার মহাকাশেও ক্ষমতা দখলের লড়াইয়ে নামল ভারত, চিন আর জাপান! এক মহাকাশ বিশেষজ্ঞ একটি রিপোর্ট তৈরি করেছেন। যেখানে তার দাবি, মহাকাশে বিচরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারত, চিন আর জাপান। বিভিন্ন সময়ে, বার বার এই তিন দেশ থেকেই মহাকাশে উপগ্রহ পাঠানো হয়েছে। বিভিন্ন রকমের উপগ্রহ। বিশেষজ্ঞের দাবি, অনেক উপগ্রহের মধ্যে অত্যাধুনিক অস্ত্রও রাখা থাকে। চিন তো আরও এগিয়ে এই লড়াইয়ে। তাদের লক্ষ্য ২০২২-এর মধ্যে মহাকাশে একটি স্থায়ী স্পেস স্টেশন তৈরি করা, ২০৩৬-এর মধ্যে একটি স্থায়ী আউটপোস্ট তৈরি করা যেখান থেকে চাঁদ নিয়ে গবেষণা করবে তারা! সামগ্রিকভাবে ২০৫০-এর মধ্যে মহাকাশে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে চিন।