মহাকাশে পরীদের ডানা!

মহাকাশে পরীদের ডানা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ এপ্রিল, ২০২২

নাসার হাবল স্পেস টেলিস্কোপে আবার দেখা গেল নতুন এক ছবি। অভূতপূর্ব এই ছবিকে নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির জ্যোর্তিবিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘পরীর ডানা’। দুই ছায়াপথের সংযুক্তিকরণে এই দৃশ্য দেখেছে হাবল টেলিস্কোপ। বিজ্ঞানীরা বলছেন ডব্লিউ ভি-৬৮৯ সিস্টেমে এই দুই ছায়াপথের মধ্যে আসলে একটা সংঘাত হচ্ছে। নাসার ভাষায় মহাকাশে একাধিক ছায়াপথের যে অঞ্চল রয়েছে (গ্যালাক্সি জু) সেখানেই এই ঘটনা ঘটেছে। ক্রাউডসোর্সড এই প্রোগ্রামে থাকে অসংখ্য স্বেচ্ছাসেবক। তারাই অবিরাম পর্যবেক্ষণে ছায়াপথগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে চলে। রোবোটের টেলিস্কোপের সহায়তায় তাদের এই কাজের প্রতিফলনেই জ্যোর্তিবিজ্ঞানীরা জানতে পারেন ছায়াপথের সংখ্যা, তাদের চরিত্র। স্বেচ্ছাসেবকদের নিরলস এই পরিশ্রমেই আজ জ্যোর্তিবিজ্ঞানীদের সামনে উঠে এসেছে ‘সুপার-ম্যাসিভ’ ব্ল্যাক হোলের অজানা রহস্য।