মহাকাশে প্রথম ‘বেসরকারি’ নভোশ্চর

মহাকাশে প্রথম ‘বেসরকারি’ নভোশ্চর

বিজ্ঞানভাষ 
Posted on ১০ ফেব্রুয়ারী, ২০২২

মহাকাশে এবার যাচ্ছে প্রথম ‘প্রাইভেট’ নভোশ্চরের দল। নাসার আন্তর্জাতিক পার্টনারের থেকে বেসরকারি মহাকাশচারীদের মহাকাশ অভিযানের সম্মতি পেয়ে গিয়েছে অ্যাক্সিওম। চারজনের দল ৩০ মার্চ রওনা দেবে এএক্স-১ মিশনে। তারা মহাকাশে যাবেন আট দিনের জন্য। ভাসমান গবেষণাগারে কাজ করে আবার ফিরে আসবেন পৃথিবীতে। চার নভোশ্চর হলেন মাইকেল লোপেজ আলেগ্রিয়া, ল্যারি কনর, মার্ক প্যাথি এবং ইতিয়ান স্টিব। নাসার তরফে এদের শুভেচ্ছা জানিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রথম এই বেসরকারি মহাকাশ অভিযান ভবিষ্যতে আরও বেসরকারি নভোশ্চরকে মহাকাশে যাওয়ার উৎসাহ যোগাবে। নাসার তরে আরও জানানো হয়েছে, চার নভোশ্চরের মূল কাজ হবে মহাকাশে পৌঁছনোর পর মহাকাশচারীদের শরীর, তাদের হৃদপিণ্ড, মস্তিস্ক মহাকাশের আবহাওয়ায় কতটা স্বাভাবিক থাকে, মহাকাশে থাকার সময় নভোশ্চরদের ঘুমের সমস্যা ও দীর্ঘস্থায়ী শারীরিক যন্ত্রণার সমাধানে কী করা যায় সেই নিয়ে গবেষণা করা।