মহাকাশে সোনার খোঁজ

মহাকাশে সোনার খোঁজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ এপ্রিল, ২০২২

‘সাইকি ১৬’- মহাবিশ্বের অসংখ্য গ্রহানুদের মতো এটিও একটি গ্রহানু। তবে অন্য গ্রহানুদের থেকে তফাত হলো লোহা, নিকেল ইত্যাদি ধাতুর পাশাপাশি সোনাও এই গ্রহানু গঠনের ক্ষেত্রে বেশি পরিমানে রয়েছে। অর্থাৎ এই গ্রহানুর বেশিরভাগটাই লোহা, নিকেল ও সোনা দিয়ে গঠিত। বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী গ্রহানু বেল্টে অবস্থিত রয়েছে এই ‘সাইকি১৬’ গ্রহানুটি। পৃথিবী থেকে প্রায় ৩৭ কোটি কিলোমিটার দূরে এই গ্রহানুর অবস্থিতি। গ্রহানুটি চওড়ায় প্রায় ২০০ কিলোমিটার। জানা যাচ্ছে এই গ্রহানুটিতে প্রায় ৭০০ কুইন্টিলন (৭ এর পর ২০ টা শুন্য বসান) মার্কিন ডলারের সমমূল্যের ধাতু রয়েছে।
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর ডিরেক্টর সন্দীপ চক্রবর্তী বলেন, সাইকি ১৬ গ্রহানুটি মেটাল টাইপের অ্যাস্ট্রোরয়েড। লোহা নিকেল কোবল্ড আছে। উল্লেখ্য এবছর আগস্ট মাসে ‘সাইকি ১৬’ অভিযানের প্রস্তুতির প্রচেষ্টায় আছে নাসা। এই অভিযানের দ্বায়িত্বে থাকবে ডিপ স্পেস ইন্ডাস্ট্রিস সংক্ষেপে ডিএসআই। ডিএসআই মূলত মহাকাশে খনিজ সম্পদে পূর্ণ গ্রহানু বলয়ের খোঁজ করে ও খননকাজ চালায়। নাসা প্রেরিত মহাকাশযান সাইকি ১৬ এ পৌঁছতে সময় লাগবে প্রায় ৩ বছর। টানা ২১ মাস নাসার প্রোব ‘সাইকি১৬’কে পর্যবেক্ষণ করবে। তারপর তারপর অ্যাস্ট্রোরয়েড মাইনিং করবে ডি এস আই।