মহাসাগরের নীচে অতলান্তিক গর্ত

মহাসাগরের নীচে অতলান্তিক গর্ত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ আগষ্ট, ২০২২

আটলান্টিক মহাসাগরের নীচে দেখতে পাওয়া গিয়েছে সাড়ে ৮ কিলোমিটার প্রশস্ত গর্ত! প্রায় ৬৬ মিলিয়ন বছর পর তা উদ্ধার হয়েছে। এতদিন ওই বিশালাকার গর্ত লুকানো অবস্থায় ছিল সমুদ্রের তলদেশে। ওই গর্ত সমুদ্রতলের উপরিভাগে নয়, সমুদ্রের তলদেশের নিম্নভাগে রয়েছে ওই গর্ত! কীভাবে ওই গর্তের সৃষ্টি, তা নিয়ে ভূ-বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন।বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মনে করছেন, গ্রহাণু প্রভাবের কারণে এই সুবিশাল গর্ত তৈরি হতে পারে। আটলান্টিক মহাসাগরের যে অংশ ওই গর্ত তৈরি হয়েছে, সেখানে গ্রহাণুর প্রমাণ মিলেছে। কোনও গ্রহাণু আটলান্টিক মহাসাগরে পড়ার পর এই বিশাল গর্ত তৈরি হতে পারে। তবে গ্রহাণু ছাড়াও মহাসাগরের তলদেশে সুবিশাল গর্ত তৈরির অন্যান্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।