মাইক্রোনোভা দর্শন জ্যোর্তিবিজ্ঞানীদের

মাইক্রোনোভা দর্শন জ্যোর্তিবিজ্ঞানীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ এপ্রিল, ২০২২

আবার এক মহাবিস্ফোরণ দেখলেন জ্যোর্তিবিজ্ঞানীরা টেলিস্কোপে চোখ লাগিয়ে। মহাবিস্ফোরণকে জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন ‘মাইক্রোনোভা’। মহাকাশের গভীরে, তিনটি সাদা বামন নক্ষত্র ও তাদের কাছাকাছি থাকা আরও একটি তারা। এদের মধ্যে হওয়া এক নাক্ষত্রিক বিস্ফোরণ। বিস্ফোরণের প্রতিফলনে জ্যোর্তিবিজ্ঞানীরা দেখলেন সতীর্থ নক্ষত্র থেকে বিভিন্নরকমের পদার্থের নির্গমন।
জার্নাল নেচারে প্রকাশিত জ্যোর্তিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ থেকে জানা গিয়েছে, মহাবিস্ফোরণ বা ‘মাইক্রোনোভা’ বেশিক্ষণ থাকে না, মাত্র কয়েক ঘণ্টা। কিন্তু পদার্থগুলো আগুনের টুকরো হয়ে যে ভেলোসিটি এবং যে তাপমাত্রায় বেরিয়ে আসে তাতে গিজার ৩.৫ বিলিয়ন গ্রেট পিরামিড সম্পূর্ণ পুড়ে ছাই হতে কয়েক মিনিট লাগবে! জানা গিয়েছে সতীর্থ সেই নক্ষত্র থেকে পদার্থগুলোর নির্গমনের গতি থাকে সেকেন্ডে ৩৫০০ কিলোমিটার! তিনটি নক্ষত্রই পৃথিবী থেকে গড়ে আড়াই হাজার আলোকবর্ষ দূরে রয়েছে।