মাছের মড়ক থামাতে রবীন্দ্র সরোবরে তরল অক্সিজেন

মাছের মড়ক থামাতে রবীন্দ্র সরোবরে তরল অক্সিজেন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ জানুয়ারী, ২০২২

রবীন্দ্র সরোবরে মাছের মড়ক লেগেছে। তরল অক্সিজেন দিয়ে মড়ক রোখার উদ্যোগ নিল রাজ্য সরকার। একইসঙ্গে শতাব্দীপ্রাচীন এই জাতীয় সরোবরে সৌন্দর্যায়ন ও নানা প্রজাতির গাছ লাগিয়ে সরোবরকে ঘিরে বাড়তি সবুজায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। উদ্বেগজনক খবর, ১৯২০ সালে তৈরি এই কৃত্রিম লেকে গত ১০০ বছর ধরে পরিচর্যার অভাবে এত পাঁক জমে গিয়েছে যে পুকুরের গভীরতা ২৫ ফুট থেকে ১০ ফুট হয়ে গিয়েছে! পাড়গুলোয় গভীরতা আরও কমে ৩ ফুটেরও কম জল রয়েছে। রজ্যের নগরোন্নয়ন দফতরের পরিকল্পনা, নিয়মিত সরোবর থেকে পাঁক তুলে মিথেন গ্যাস বার করে পুকুরে আরও নানারকমের জলজ উদ্ভিদের সংখ্যা বাড়ানো। প্রায় ১৯২ একর জমিতে তৈরি ঢাকুরিয়ার এই কৃত্রিম জলাশয় বহুবছর ধরে তীব্র দূষণে আক্রান্ত। জাতীয় পরিবেশ আদালত সরোবরে ছট পুজো বন্ধের পাশাপাশি সরোবর থেকে পাঁক তোলারও নির্দেশ দিয়েছিল। কিন্তু ছট পুজো বন্ধ করলেও প্রশাসন পাঁক তোলার উদ্যোগ নেয়নি।
পরিবেশ আদালতে যার মামলার জন্য সরোবরে ছট পুজো বন্ধ হয়েছিল সেই পরিবেশবিদ সুমিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, লেক বাঁচাতে কোর্টের আদেশ তো সরকার মানছেই না, উল্টে মাছের মড়ক ধামাচাপা দিতে নিয়মিত কর্মচারীদের দিয়ে সরোবর সাফাই করছে প্রশাসন। ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সাফাই, “যেহেতু সরোবরটা কৃত্রিম, তাই পাঁক তুলে ফেললে জল ধরে রাখা যাবে না, শুকিয়ে যাবে রবীন্দ্র সরোবর।”