মাঠ থেকে সরাসরি

মাঠ থেকে সরাসরি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ এপ্রিল, ২০২২

ক্রিকেটপ্রেমীদের হালনাগাদ তথ্য জানান দিতে অ্যালেক্সায় ‘ক্রিকেট আপডেট’ নামের নতুন সুবিধা চালু করেছে আমাজন। ফলে আমাজনের ইকো স্পিকারসহ অ্যালেক্সাযুক্ত যে কোন যন্ত্রের সামনে ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্ন করলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ম্যাচের হালনাগাদ তথ্য জানাচ্ছে ভার্চ্যুয়াল সহকারি অ্যালেক্সা।
অ্যালেক্সার ‘ক্রিকেট আপডেট’ সুবিধা ব্যবহার করে আইপিএলে অংশ নেওয়া জনপ্রিয় খেলোয়াড় ও দলের বিস্তারিত তথ্যসহ সর্বশেষ ম্যাচের উল্লেখযোগ্য ঘটনাও জানা যাবে। শুধু তা–ই নয়, ‘অ্যালেক্সা, হোয়াট টিমস আর প্লেয়িং টুমরো?’ বললেই আগামীকাল কোন দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, সে তথ্য জানা যাবে। ‘অ্যালেক্সা, হু ইজ দ্য ক্যাপ্টেন অব আরসিবি?’ বললে জানা যাবে আরসিবি দলের অধিনায়কের নাম। একইভাবে প্রশ্ন করে বর্তমান আসরে হওয়া বিভিন্ন রেকর্ডের তথ্যসহ বিভিন্ন ম্যাচের সেরা খেলোয়াড়ের নামও জানা যাবে।