মাত্রাহীন দূষণ কলকাতা, দিল্লিতে

মাত্রাহীন দূষণ কলকাতা, দিল্লিতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ মার্চ, ২০২২

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় আবার ঢুকে পড়েছে দিল্লি। এই নিয়ে পরপর চারবার। শুধু গতবছরেই দিল্লির বায়ুদূষণের মাত্রা তার আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। গতবছর দিল্লির বাতাসে সবচেয়ে বিপজ্জনক দূষণ কণার পরিমাণ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁদে দেওয়া সীমার ২০ গুণ ওপরে। পৃথিবীর সবচেয়ে দূষিত ১০০টি শহরের মধ্যে ৬৩টি শহর ভারতের! সুইৎজারল্যান্ডের যে সংস্থা প্রত্যেক বছর বিশ্বের সব শহরের দূষণের মাত্রা মাপে সেই আইকিউএয়ারের ২০২২-এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট জানিয়েছে এই উদ্বেগজনক খবর। বিশ্বের সর্বোচ্চ দূষিত শহর রাজস্থানের ভিওয়ারি। তালিকায় দু’নম্বরে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। রিপোর্টে জানা গিয়েছে, ২০২০-তে কলকাতায় দূষিত দিনের সংখ্যা ছিল ৭৪। গতবছর সেটা বেড়ে ৮৩ দিন হয়েছিল। রিপোর্টের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, ২০১৯-এর ডিসেম্বর থেকে কোভিড এবং লকডাউনের জন্য বহু মাস কলকারখানা বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের মাত্রা কমেনি। এর একমাত্র ব্যাতিক্রম চেন্নাই। বায়ুদূষণ বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করা হয়েছে মূলত গাড়ির ধোঁয়া, কলকারখানার বর্জ্য, কয়লা-নির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোকে।