মানুষের প্রতিরোধ ব্যবস্থার চিপ তৈরি হল

মানুষের প্রতিরোধ ব্যবস্থার চিপ তৈরি হল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মার্চ, ২০২২

মানবদেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থার চরিত্র খুব জটিল। কোনও ওষুধ আ টীকা তৈরির আগে বিজ্ঞানীদের প্রচুর পরিশ্রম করতে হয় মানবদেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থার চরিত্রকে বুঝতে। এক একটা মানুষের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা এক একরকম। যে কারণে কোনও ওষুধ বা টীকা তৈরি করতে গেলে বিজ্ঞানীদের আগে শুয়োর বা অন্য কোনও প্রাণীর ওপর পরীক্ষা করে নিতে হয়। সরাসরি মানুষের ওপর তা প্রয়োগ করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কয়েক শতাব্দীর এই সমস্যা এবার হয়ত মিটতে চলেছে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস ইন্সটিটিউট ফর বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন প্রতিরোধ ব্যবস্থার একটি মাইক্রোচিপ। যার নাম এলএফচিপস। অ্যাডভান্সড সায়েন্স বিজ্ঞান গবেষণা পত্রিকায়। বিজ্ঞানীরা জানিয়েছেন এই মাইক্রোচিপ অনেক আগেই মানবদেহের প্রতিরোধ ব্যবস্থার রহস্যভেদে সহায়তা করবে।