মিশরে আবিষ্কৃত প্রায় ২৫০ কফিন বন্দি মমি

মিশরে আবিষ্কৃত প্রায় ২৫০ কফিন বন্দি মমি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জুন, ২০২২

মিশরের কায়রোর কাছে সাক্কারার বিখ্যাত নেক্রোপলিসে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন ২৫০ টি কফিন। যার মধ্যে রয়েছে মমি। প্রাথমিক ভসবে মনে করা হচ্ছে কফিনগুলি অন্তত ২৫০০ বছরের পুরাতন। এই নিদর্শনগুলির মধ্যে মিশরের বিভিন্ন দেবতা আনুবিস, মিন, ওসিরিস, আইসিস, নেফেরটাম,বাস্টেট প্রভৃতির মূর্তি রয়েছে। এর সাথে রয়েছে একটি মুণ্ডহীন ব্রোঞ্জের মূর্তি। এই মূণ্ডহীন মূর্তিটি আবার একজন প্রাচীন মিশরীয় আর্কিটেক্ট এর। যিনি সাক্কারা পিরামিড তৈরি করেছিলেন। এঁর নাম ইমহোটেপের। মিশরের মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যাণ্ড অ্যান্টিক্স জানিয়েছে আবিষ্কৃত ২৫০টি কফিন, ১৫০ ব্রঞ্জের মূর্তি, এবং অন্যান্য জিনিসপত্র মোটামুটিভাবে খ্রীস্টপূর্ব ৫০০ অব্দের শেষ ভাগের। আবিষ্কৃত দেবতাদের মূর্তিগুলি ব্রঞ্জের। জিনিসপত্রের মধ্যে উর্বরতার দেবী আইসিসের উপাসনায় ব্যবহৃত ব্রঞ্জের পাত্রও রয়েছে। কফিনগুলি সুরক্ষিত অবস্থাতেই আবিষ্কার করা গেছে। একটি কফিনের মিধ্যে যেমন মিলেছে প্যাপিরাস। যা লেখা হায়ারোগ্লিফিক্সে। কায়রোর ইজিপ্সিয়ান মিউজিয়ামে লিপি পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। পাওয়া গিয়েছে কিছু কসমেটিক্স, যেমন – ব্রেসলেট, কানের দুল ইত্যাদি। প্রত্নতত্ত্বের সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তাফা ওয়াজিরি জানিয়েছেন, সমস্ত সামগ্রী পরীক্ষা নীরিক্ষা করে নতুন অনুসন্ধানের প্রচেষ্টা চালাবেন প্রত্নতাত্ত্বিকরা।