দুটি ভিন্ন টিকা একসঙ্গে মিশিয়ে দিলে তার কার্যকারিতা দুটি টিকার আলাদা গোছের মতোই কার্যকর হয় বলে জানাল গবেষণা। অক্সফোর্ডের গবেষকদের লেখা একটি গবেষণাপত্র এই ইঙ্গিত দিল। গবেষণাপত্রটি সোমবার ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হয়েছে। অ্যাস্ট্রাজ়েনেকা এবং ফাইজ়ারের টিকা দুটির মিশ্রণ মানুষের উপরে প্রয়োগ করে গবেষকেরা এমনই ইঙ্গিত পেয়েছেন। দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলিতে টিকার সঙ্কট ঠেকাতে এবং আগামী দিনে ওমিক্রনের বাড়বাড়ন্ত আটকাতে এই তথ্য বিশেষ কাজে আসবে বলে আশা করছেন গবেষকেরা।
সোমবার ল্যানসেট পত্রিকায় প্রকাশিত ওই গবেষণাপত্রে জানানো হয়েছে, ৫০ বছরের বেশি বয়স এমন ১০০০ জন স্বেচ্ছাসেবকের উপর মিশ্র টিকার প্রয়োগ করেছিলেন গবেষকেরা। স্বেচ্ছাসেবকদের টিকার প্রথম ডোজ়টি দেওয়া হয়েছিল অ্যাস্ট্রাজ়েনেকা বা ফাইজ়ারের। ঠিক তার ন’মাস পরে তাঁদের দ্বিতীয় ডোজ় হিসাবে দেওয়া হয় মডার্না বা নোভাভ্যাক্স। গবেষকেরা জানিয়েছেন, দুই ক্ষেত্রেই টিকা নিয়েছেন যাঁরা তাঁদের কোনও অসুবিধা হয়নি।