মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ – দুই বা ততোধিক মানুষের মধ্যে সংযোগস্থাপনকারী অ্যাপ। মাঝেমধ্যেই কানে আসে ব্যক্তিগত বা গোপনীয় কথপোকথনের নিরাপত্তাহীনতা। হোয়াটসঅ্যাপে আগেই চালু হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপসান। যাতে প্রাপক-প্রেরক ভিন্ন বার্তা অন্য কেউ নজরদারি না করতে পারে। এবার মেসেঞ্জারেও আসছে সেই সুবিধা। তাছাড়াও হোয়াটসঅ্যাপের ‘ডিস্যাপিয়ারিং মেসেজ’ আসছে মেসেঞ্জারে। হোয়াটসঅ্যাপে যেকোনো চ্যাটবক্সে আপনি প্রাপকের প্রোফাইল ফোটোতে ক্লিক করলেই ডিস্যাপিয়ারিং মেসেজের অপশন আসবে। এখানে আপনি আপনার পাঠানো মেসেজ প্রাপককের চ্যাটবক্স এ কতক্ষন দেখার সুযোগ দিতে চান তা ঠিক করতে পারবেন। তারপর আপনা থেকেই প্রাপকের চ্যাটবক্স থেকে মুছে যাবে ঐ বার্তা।
এনগ্যাজেট তাদের প্রতিবেদনে জানিয়েছে এন্ড টু এন্ড এনক্রিপসান নিয়ে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে ফেসবুক। শোনা যাচ্ছে ইনস্টাগ্রামেও ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপসান যুক্ত হবে।