ম্যাঙ্গানিজের অনুঘটক আবিষ্কারে ৩টি জাতীয় সম্মান

ম্যাঙ্গানিজের অনুঘটক আবিষ্কারে ৩টি জাতীয় সম্মান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ডিসেম্বর, ২০২১

ম্যাঙ্গানিজের নতুন অনুঘটক আবিষ্কার করার স্বীকৃতি স্বরূপ তিনটি জাতীয় পুরষ্কার পেলেন মোহনপুরের ইণ্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যাণ্ড রিসার্চ ও কলকাতার আইআইএসইআর – এর রসায়নের সহযোগী অধ্যাপক-বিজ্ঞানী বিপ্লব মাজী। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন ইণ্ডিয়ান ন্যাশানাল সায়েন্স অ্যাকাডেমি বিপ্লববাবুকে ইয়ং সায়েন্টিস্ট শিরোপায় ভুষিত করেছে। এছাড়াও ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্স দিয়েছে ইয়ং সায়েন্টিস্ট এর পদক। এবং ইণ্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স তাঁকে ইয়ং অ্যাসসিয়েট হিসেবে সম্মানিত করেছে।

ম্যাঙ্গানিজ মেটাল শাখায় সাসটেনেবেল ক্যাটালিস্ট ডেভলপমেণ্টে বিশেষ অবদান রেখেছেন অধ্যাপক মাজী। তাঁর গবেষণাগারে গবেষণা সহায়ক হিসেবে ১৫ জন রিসার্চ স্কলার এবং ৩ জন স্নাতোকত্তর স্তরের ছাত্র কাজ করেন। বিপ্লববাবুর গবেষণায় দেখা যায় তাঁদের আবিষ্কৃত ম্যাঙ্গানিজের অনুঘটকগুলি ঠিকমতো কাজ করেছে। এই অনুঘটক ওষুধ সহ নানা সামগ্রী তৈরিতে কাজে লাগে। আবিষ্কৃত অনুঘটক গুলি বাজারজাত করা গেলে পর্যাপ্ত জোগান দেওয়া সম্ভব। কেননা ম্যাঙ্গানিজের প্রচুর পরিমানে লভ্য পদার্থ। ফলে জোগান পর্যাপ্ত হলে দাম কমানো সম্ভব। ফলে বিপ্লববাবুর অনুমান এ অনুঘটক বাজারজাত হলে পরক্ষে সুফল পাবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =