যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের বিশাল শষ্য-ব্যাঙ্ক!

যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের বিশাল শষ্য-ব্যাঙ্ক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ জুন, ২০২২

ইউক্রেনের খারকিভ। সেই শহরে মাটির নীচে তৈরি করা ছিল কম করে ২০০০ শষ্যের জিনগত সংকেত! যাকে বলা হয় ইউক্রেনের জাতীয় বীজ ব্যাঙ্ক। সম্প্রতি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ নির্বাচিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারা ইউক্রেনের সরকারি সংস্থার সঙ্গে এই বীজ ব্যাঙ্কের রক্ষণাবেক্ষণেরও দায়িত্বে ছিল, রয়টার্স সংবাদসংস্থাকে জানিয়েছে, খারকিভে গত মাসে রুশ বিমানের ব্যপক বোমাবর্ষণে বীজ-ব্যাঙ্ক ধ্বংস হয়ে গিয়েছে! সংস্থাটি আরও জানিয়েছে খারকিভে টানা বোমাবর্ষণের পর ওখানে মোট শষ্যভাণ্ডারের মাত্র ৪ শতাংশ বেঁচে রয়েছে! সেই সংস্থার ডিরেক্টর স্তেফান স্তিমিজ জানিয়েছেন, “বীজ ব্যাঙ্ক মানুষের কাছে জীবন বীমার মত। ভবিষ্যতে বেঁচে থাকার অন্যতম অবলম্বন। তাই সেটা ধ্বংস হয়ে গেলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে।”
উল্লেখ্য, সিরিয়াও তার দেশে চলতে থাকা অবিরাম যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। তারা তাদের যাবতীয় বীজ ব্যাঙ্ক নরওয়ের আর্ন্তজাতিক ভালবার্ড বীজ ব্যাঙ্কে সংরক্ষিত করে রেখেছে