যেখানে ১৬ ঘন্টায় বছর

যেখানে ১৬ ঘন্টায় বছর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ফেব্রুয়ারী, ২০২২

নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যেখানে মাত্র ১৬ ঘণ্টায় একটি বছর শেষ হয়! সৌরজগতের বৃহস্পতি গ্রহের মতো ভীষণ উত্তপ্ত এই বৃহস্পতির চেয়ে পাঁচগুণ বড়। মাত্র ১৬ ঘণ্টায় নক্ষত্রের চারপাশে গ্রহটির ঘোরা শেষ হয়ে যায়।বিজ্ঞানীরা এই গ্রহের নাম দিয়েছে টিওআই-২১০৯বি। এটিই এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট কক্ষপথের গ্রহ অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে বিজ্ঞানীরা এই গ্রহের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। ২০২০ সালের ১৩ মে থেকে বিজ্ঞানীরা এই গ্রহটি পর্যবেক্ষণ শুরু করেন।  হারকিউলিস নক্ষত্রমণ্ডলের দক্ষিণ অংশে অবস্থিত গ্রহটি পৃথিবী থেকে ৮৫৫ আলোকবর্ষ দূরে।