যে গাছ হাঁটে

যে গাছ হাঁটে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ আগষ্ট, ২০২২

গাছ কিন্তু বেড়ায় হেঁটে চলে। শুনতে অবাক লাগলেও এমন গাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যে গাছ গমনে সক্ষম, কেবল চলনে নয়। ইকুয়েডরের গভীর ট্রপিকাল রেন ফরেস্ট এ পাওয়া গেছে এমন গাছের সন্ধান। গাছটির নাম – ‘ক্যাশাপোনা’। বিজ্ঞানসম্মত নাম- সক্রাটেআ এক্সোহৃজা। ইংরেজিতে ওয়াকিং পাম বা চলন্ত পাম। উচ্চতা ১৫-২০ ফুট। আর গোলাকার ডায়ামিটার মোটামুটি ১৬ সেন্টিমিটার। ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে বেশ দূরে অবস্থিত ‘সুমাকো বায়োস্ফিয়ার রিসার্ভ ফরেস্টে’ মেলে এই আজব গাছ। স্লোভাকিয়া রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান ‘স্লোভাক অ্যাকাডেমি অফ সায়েন্সে’র উদ্ভিদবিজ্ঞানী(প্যালিওবোটানিস্ট) পিটার ভ্র‍্যানস্কি গাছটি নিয়ে গবেষণা করেছেন। ভ্র‍্যানস্কি জানিয়েছেন দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর দেশের বনাঞ্চলে প্রায়ই ভূমিক্ষয় হয়। ফলে গাছের শেকড় আলগা হয়ে যায়। গাছ উপড়ে পড়ার সম্ভাবনা হয়। তখন শক্ত মাটির জন্য নতুন শিকড় তৈরি করে গাছটি ও সেখানেই নতুন শেকড় গেঁথে যেতে থাকে, এবং পুরোনো শেকড় নষ্ট হয়ে যায়। এভাবে গাছটি স্থান পরিবর্তন করে ক্রমশ। তবে হুট করে অনেকটা দূরত্ব অতিক্রম করে না- সেকথা অনুমেয়। রোজ দু-তিন সেন্টি মিটার করে বছরে ১৫-২০ মিটার অতিক্রম করে গাছটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 18 =