রকেটের ভগ্নাংশের দায়িত্ব নিল না চিন

রকেটের ভগ্নাংশের দায়িত্ব নিল না চিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ মার্চ, ২০২২

স্পেস জাঙ্ক হয়ে ২০১৫ সাল থেকে মহাকাশে ঘুরে বেড়ানো সেই বাতিল রকেটের নীচের অংশ অবশেষে চাঁদে আছড়ে পড়ল। নাসার জানানো সময় অনুসারে শুক্রবার রাত ১২.৩০টা নাগাদ। কিন্তু এই রকেট যে সাত বছর আগে চিন মহাকাশে পাঠিয়েছিল বলে নাসা দাবি করেছিল সেটা আবার নস্যাৎ করে দিয়েছে স্বয়ং চিন। চাঁদের গায়ে কলঙ্কের গর্ত সৃষ্টি হয়েছে বটে। আকাশে ধুলোকণাও ছড়িয়েছে। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, বিরাট কোনও ক্ষতি হয়নি চাঁদের। নাসার জানানো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই মুহুর্তে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে প্রায় সাড়ে ৩৬ হাজার টুকরোর স্পেস জাঙ্ক! যাদের এক একটি টুকরো ১০ সেন্টিমিটারের চেয়েও বড়। তার মধ্যে কিছু বর্জ্য কিন্তু পৃথিবীর কক্ষপথেই রয়েছে।