রক্ত না নিয়েই গ্লুকোজের মাত্রা বোঝা যাবে!

রক্ত না নিয়েই গ্লুকোজের মাত্রা বোঝা যাবে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মে, ২০২৩

রক্তে শর্করার পরিমাণ বুঝতে শরীর থেকে কিছুটা রক্ত তো নিতেই হয়। কিন্তু এবার উলটপুরাণ শোনাচ্ছেন দক্ষিণ কোরিয়ার উলসান ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ-বেসড গ্লুকোজ সেন্সর চামড়ার ঠিক নিচে ঢুকিয়ে রক্তে শর্করার মাত্রা মাপা সম্ভব হয়েছে। তাঁদের আবিষ্কার নিয়ে ইতিমধ্যেই বেশ হইচই পড়ে গেছে, কারণ আঙুলে পিন ফুটিয়ে রক্ত বের করতে আর হয়তো হবে না ডায়াবেটিসের রুগীদের।
উলসান ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ফ্র্যাঙ্কলিন বিয়েন এবং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্য গবেষকরা মিলে এই যুগান্তকারী আবিষ্কার সম্ভব হল। যেমন বলা হচ্ছে, কান পরিষ্কার করার কটন সোয়াবের পাঁচভাগের একভাগ আকারের এই সেন্সর। এটার সাহায্যে কোষের মধ্যে ফাঁকা স্থানে থাকা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গ্লুকোজের ঘনত্বের পরিবর্তন মাপতে পারবে।
গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, উৎসেচক-ভিত্তিক বা অপটিক্স-ভিত্তিক গ্লুকোজ সেন্সরের পরিবর্তে এই ইলেক্ট্রোম্যাগনেটিক সেন্সর ব্যবহার করা যেতে পারে।
সায়েন্টিফিক রিপোর্টস পত্রিকায় প্রকাশিত হল এই গবেষণাপত্র।