রণসাজে প্রাগৈতিহাসিক কাঁকড়া

রণসাজে প্রাগৈতিহাসিক কাঁকড়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাথরুমের ব্রাশের আগায় দুটো জুলুজুলু চোখ আর স্পাইক করা দুটো হাত – এই রকমটা কল্পনা করতে পারলে তবেই বোঝা যাবে কেমন দেখতে ছিল ক্যাম্ব্রিয়ান যুগের দৈত্যাকার কাঁকড়া।
আজ থেকে আনুমানিক ৫৪১ মিলিয়ন বছর আগেকার কথা। সমুদ্র দাপিয়ে বেড়াত এই বিশাল শিকারি কাঁকড়া। নাম রেডিওডোন্ট। দেহের শেষভাগে একটা লম্বা ল্যাজ আর সাঁতার কাটার জন্যে ব্লেড। ঐ প্রজাতির অপ্রাপ্তবয়স্ক নমুনাদের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার আর প্রস্থে ৫ সেন্টিমিটার।
জার্নাল অফ জিওলজিক্যাল সোসাইটি পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে অধুনাবিলুপ্ত এই সন্ধিপদী প্রাণীদের বর্ণনা করা হয়েছে। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের অন্তর্গত নানজিং ইন্সটিটিউট অফ জিওলজি অ্যান্ড প্যালেওন্টলজির অধ্যাপক হ্যান জেং ছিলেন মুখ্য গবেষক। রেডিওডোন্টের জীবাশ্মে দেখা যায় প্রাণীটার শরীরের অগ্রভাগে খাড়াই একটা অঙ্গ। যাকে র‍্যাপ্টোরিয়াল অ্যাপেন্ডেজ বলা হয়। এই উপাঙ্গ নিয়েই পুনরায় গবেষণার উদ্দেশ্যেই প্রোফেসর হ্যান জেং জীবাশ্মের মূল্যায়ন করতে শুরু করেন।