রহস্যময় হ্রদ

রহস্যময় হ্রদ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ আগষ্ট, ২০২২

মহারাষ্ট্রের বুলধনা জেলার একটি হ্রদ। ১.২ কিলোমিটার পরিধি যুক্ত এই হ্রদটি নিয়ে রহস্যের শেষ নেই। অদ্ভুত এই হ্রদে একই সঙ্গে দুই ধরনের অম্লত্বের জল দেখা যায়। যে দু ধরনের জল পরস্পর মিশ্রিত হয় না। আবার খুবই আশ্চর্যের বিষয় এই হ্রদের মাটিতে যে ধরনের খনিজ পাওয়া যায় তা অবিকল চাঁদের মাটিতে পাওয়া খনিজের মতো। মাঝে মাঝেই বদলে যায় হ্রদের জলের রঙ। বছর খানেক আগে জলের রঙ বদলে গোলাপি হয়ে গেছিলো। রঙ বদলের কারণ হিসেবে গবেষকদের মধ্যেও ছিল ধন্দ। অনেকে দাবি কুরেন, জলের নিচের উদ্ভিদ জলের রঙ বদলের জন্যে দায়ী। তবে একটা বিষয়ে সবাই একমত। মুম্বাই থেকে ৫০০ কিমি দূরে অবস্থিত এই হ্রদ উল্কাপাতের ফলে তৈরি হয়, হাজার হাজার বছর আগে।