রাজা চারি মহাকাশে হাঁটবেন

রাজা চারি মহাকাশে হাঁটবেন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মার্চ, ২০২২

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চর রাজা চারি মহাকাশে হাঁটবেন। রাজার সঙ্গে হাঁটবেন ফ্লাইট ইঞ্জিনিয়ার কেলা ব্যারন। ১৬ মার্চ, মানে বুধবার মহাকাশে তাদের হাঁটার কথা। আন্তর্জাতিক স্পেস স্টেশনকে আপগ্রেড করার উদ্দেশ্য নিয়ে রাজা মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন গতবছর। মহাকাশে দুজনের হাঁটার কথা প্রায় সাড়ে ৬ ঘন্টা। মূলত মহাকাশ স্টেশনের সোলার প্যানেলগুলোকে আরও উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার কাজ করতেই দুজনকে নাসার মহাকাশ স্টেশনে পাঠানো। নাসা ২০৩০ পর্যন্ত রাজা চারির চুক্তি বাড়িয়ে দিয়েছে। সোলার প্যানেলগুলোই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে। গত এক সপ্তাহ ধরে অনুশীলন করার পর এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চর মহাকাশে হাঁটবেন। ২০২০-তে নাসার ক্রু-৩ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন। ২০১৭-য় নাসা মার্কিন বিমানবাহিনীর এই প্রাক্তন কর্নেলকে নভোশ্চর হিসেবে নির্বাচিত করে। রাজা চারির পরিবারের আদি বাসস্থান হায়দরাবাদ। বাবা শ্রীনিবাস চারি অল্প বয়সে ইঞ্জিনিয়ারিং পড়তে দেশ ছেড়ে আমেরিকায় চলে যান। তারপর ওখানেই তাদের স্থায়ীভাবে বসবাস শুরু হয়।