রান্নার তেলে উড়ল বিশাল এয়ারবাস!

রান্নার তেলে উড়ল বিশাল এয়ারবাস!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ এপ্রিল, ২০২২

রান্নার তেল দিয়ে তৈরি হয়েছে জ্বালানি। আর সেই জ্বালানি দিয়েই ওড়ানো হয়েছে সুবিশাল প্লেন। বিশাল আকার আয়তনের এ-৩৮০ সুপার জাম্বো এয়ারবাস উড়েছে রান্নার তেল থেকে তৈরি জ্বালানির সাহায্যে। এটিএজি-র তথ্য থেকে জানা গিয়েছে যে বিশ্বে যত শতাংশ কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয় তার ২ শতাংশ হয় এভিয়েশন ইন্ডাস্ট্রি থেকে। অর্থাৎ এটা স্পষ্ট যে বিমান শিল্পের থেকে বেশ ভাল পরিমাণেই কার্ব-ডাই-অক্সাইড নির্গমন হয়। আর তাই জন্যই বিকল্পের খোঁজ চলছিল। সেই ক্ষেত্রেই এসেছে সাফল্য। রান্নার তেল থেকে তৈরি করা জ্বালানির সাহায্যে ওড়ানো হয়েছে বিমান। এমনিতেও বিমান নির্মাণকারী সংস্থাগুলোকে ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ কমানোর, বলা ভাল শূন্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর এই পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য। ক্রমশ এই ধরনের জ্বালানি জনপ্রিয় হয়ে উঠবে বিমান নির্মাণকারী সংস্থাগুলোর মধ্যে। গত বছর ডিসেম্বর মাসে ইউনাইটেড এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। বিশ্বে প্রথমবারের জন্য যাত্রীবাহী বিমান উড়িয়েছিল ১০০ শতাংশ এসএএফ ইঞ্জিনের সাহায্যে।