রোদ কিন্তু পড়বে না ছায়া

রোদ কিন্তু পড়বে না ছায়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ জুন, ২০২২

কায়া থাকলেও ছায়া থাকবে না। এ এক মহাজাগতিক ম্যাজিক। রবিবার দুপুরে এক মুহূর্তের জন্য সব ছায়া হারিয়ে যাবে। ছায়াহীন সেই মুহূর্তটি আসবে আগামী রবিবার অর্থাৎ ৫ জুন। ঠিক বেলা ১১টা ৩৪ মিনিটে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এমনটা ঘটতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এমন পরিস্থিতি খুব কম হলেও একেবারে বেনজির নয়। চলতি বছরেই আরও একবার এমনটা হবে। সেটা জুলাই মাসে। ৭ জুলাই বেলা ১১টা ৪১ মিনিটে ফের হারিয়ে যাবে ছায়া। উলম্ব ভাবে থাকা কোনও কিছুরই ছায়া ওই সময় কিছু ক্ষণের জন্য দেখা যাবে না।