রোবটের নীতিকথা – যন্ত্রের অঙ্গীকার

রোবটের নীতিকথা – যন্ত্রের অঙ্গীকার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ সেপ্টেম্বর, ২০২২

যদি অপরাধ করে বসে রোবট? দায় কে নেবে?

মস্কোতে দাবাখেলার এক প্রতিযোগিতায় সাত বছরের প্রতিযোগীর আঙুল ভেঙে দিয়েছিল এক রোবট। সম্প্রতি এই দুর্ঘটনাই উস্কে দিল বহুচর্চিত সেই প্রশ্ন – যন্ত্রের ভুলের মাশুল গুনবে কে? যন্ত্র নিজে, না অন্য কেউ? অন্যান্য আধুনিক প্রযুক্তির মতোই রোবটকে ঘিরেও ন্যায়নীতির সওয়াল জবাব কম হয়নি।

প্রথমেই আসে নিরাপত্তার প্রসঙ্গ। দাবার লড়াইয়ে ঐ অপ্রীতিকর ঘটনার সূত্রেই যা আবার দানা বাঁধছে। সাথে এসে পড়লো গোপনীয়তা, বাদবিচার বা স্বচ্ছতার মতো প্রশ্নগুলোও। রোবটের ব্যবহারের সঙ্গে মানবসমাজের উপর তার ভালোমন্দ প্রভাবের কথা তো উঠবেই।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে দর্শন আর ফলিত ন্যায়শাস্ত্রের অধ্যাপক রবার্ট স্প্যারো। রোবটের বা অন্য নয়া প্রযুক্তির নীতি নিয়ম নিয়ে তিনি গবেষণা করছেন। আইজ্যাক অ্যাসিমভের রোবটিক্সের তিন নীতি কি এখনও প্রাসঙ্গিক? প্রফেসর স্প্যারো জানিয়েছেন, অ্যাসিমভের রোবটের মতাদর্শ এখন আর কাজের নয়। নতুন করে ভাবতে হবে তাদের ন্যায়শাস্ত্র।