হুগলির এক হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল র্যাট স্নেকের ১৪টি ডিম। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল চত্বর থেকে একটি স্বাচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা ওই ডিমগুলিকে উদ্ধার করেন। এরপর উপযুক্ত রক্ষণাবেক্ষণে রেখে ১৪টি ডিম ফুটিয়ে ১৪টি সাপের বাচ্ছার জন্ম দেওয়া হয়। ওই শিশু সাপ গুলিকে র্যাট স্নেকের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত ভারতীয় র্যাট স্নেক (বিজ্ঞানসম্মত নাম- ‘পটিয়া মুকোসা’) কলুব্রিড সাপের একটি প্রজাতি। বিষহীন নিরীহ প্রজাতির সাপ এই র্যাট স্নেক। অত্যন্ত দ্রুত চলাচল করে প্রজাতিটি। ভারত সহ গোটা দক্ষিণপূর্ব এশিয়াতে পাওয়া যায় এই সাপের। ভারতের পশ্চিমঘাট পর্বতমালার কিং কোবরা প্রজাতির সাপের প্রিয় খাদ্য এই র্যাট স্নেক। সাপ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কতটা প্রয়োজনীয় সেকথা বলার অপেক্ষা রাখে না। অন্য প্রাণীদের মতো সাপ সংরক্ষণে সমীক্ষা আবশ্যক। দুবছর আগে ২০১৮ -র নভেম্বরে সামনে এসেছিল চমকে দেওয়া খবর- পশ্চিমবঙ্গে কতপ্রজাতির কত সংখ্যক সাপ রয়েছে বর্তমানে তার হিসেবই ছিলনা বনদপ্তরের কাছে।
চিত্র ঋণ – https://www.facebook.com/144174632311199/posts/on-october-5th-14-eggs-of-indian-rat-snake-were-recovered-from-sreerampur-sromoj/4584532641608687/