লা পামার লাভায় কাঁপছে ক্যানারি দ্বীপপুঞ্জ

লা পামার লাভায় কাঁপছে ক্যানারি দ্বীপপুঞ্জ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ অক্টোবর, ২০২১

তিন সপ্তাহ আগে শুরু হওয়া লা পামা অগ্ন্যুৎপাতে ভয়াবহ অবস্থা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে। ছবিটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাহাড়ের গা বেয়ে লাভা গলে পড়ছে। তার উচ্চতা তিন তলা বাড়ির সমান! আরও ২১ বার ভূমিকম্প হয়েছে এই তিন সপ্তাহে! যার মধ্যে সর্বোচ্চ রিখটার স্কেল ছিল ৩.৮! জানিয়েছে স্পেনের ন্যাশনাল জিওলজিক্যাল ইনস্টিটিউট। লাভা নির্গমন একই তীব্রতায় হয়ে চলেছে। লা পামা পাহাড়ের নিচের তিনটি গ্রাম ২১ বারের ভূমিকম্পে বার বার কেঁপে উঠেছে। অন্তত কয়েক হাজার মানুষ গৃহহীন। ধ্বংস হয়ে গিয়েছে ১১০০-র-ও বেশি বাড়ি। তার সঙ্গে গলা লাভার গতিপথে যা যা পড়েছে, সুইমিং পুল, অনেক চাষের জমি, সেই সংলগ্ন শিল্পাঞ্চলের প্রচুর বাড়ি-সবই ছাই হয়ে গিয়েছে লাভার আগুনে পুড়ে! কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর কামব্রে ভিয়েজা আগ্নেয়গিরিতে যে অগ্ন্যুৎপাত সেখান থেকে আবার প্রচুর পরিমাণে লাভা বেরতে শুরু করেছে। রবিবার থেকে। নিচেই ছিল একটি শিল্প পার্ক। লাভা থেকে তৈরি হওয়া ১২৪০ ডিগ্রি সেলসিয়াসে সেটা ভস্মীভূত হতে সময় লাগে নি!
সরকার থেকে জানানো হয়েছে, লাভার নদীটি প্রস্থে প্রায় ৯ মাইল জুড়ে বিস্তৃত হয়েছে এবং স্রোতের অভিমুখ আটলান্টিকের দিকে। অন্যদিকে রয়টার্স সংবাদসংস্থার দেওয়া খবর, স্পেনের নৌ সেনা গলা লাভার পুড়িয়ে দেওয়া সমস্ত ছাই পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =