শিশুদের টিকা এবার?

শিশুদের টিকা এবার?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ অক্টোবর, ২০২১

এবার আঠারো বছরের কম বয়সীদের টিকাকরণে ব্যবহার করা যাবে কোভ্যাক্সিনের টিকা। মঙ্গলবার এই টিকায় সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অধীনস্থ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, দুই থেকে ১৮ বছর বয়সিদের কোভ্যাক্সিনের টিকা দেওয়া যাবে। সেপ্টেম্বরে এই টিকার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থা হায়দরাবাদের ভারত বায়োটেক। চলতি মাসের গোড়ায় সে সংক্রান্ত ফলাফল ডিসিজিআই-এর কাছে জমা দিয়েছে তারা। যাবতীয় ফলাফল পর্যালোচনার পর মঙ্গলবার তাতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারের দফতর‌‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + thirteen =