শুধুমাত্র প্রদীপ ও মোমবাতি জ্বেলেই এবারের কালীপুজো, দীপাবলি, ছট, কিংবা গুরু নানকের জন্মদিনের মতো উৎসব পালন করতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে ‘সবুজ বাজি’-র তত্ত্ব খাড়া করেছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন পরিবেশ সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন করা হয়, এখনকার করোনা আবহে এবারকার দীপাবলি ও কালীপুজো সহ অন্যান্য উৎসবগুলি পালিত হোক কেবলমাত্র প্রদীপ ও মোমবাতির আলোয় ।
কিন্তু রাজ্য সরকারের পরিবেশ দপ্তর অথবা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেউই এই আবেদনকে কোনোরকম মান্যতা দেয়নি। এর ফলে বিভ্রান্তির শিকার হন রাজ্যের মানুষ । তারপরেই হাইকোর্টের শরনাপন্ন হন পরিবেশ প্রেমীদের একাংশ। তার জেরেই এদিনের এই নির্দেশ। অর্থাৎ ওই সব উৎসবে এবার কোনও রকম বাজিই ফাটানো যাবে না।
(বিজ্ঞানভাষের সম্পাদকীয় পড়ুন ‘সবুজ বাজির হারিকিরি’)