শুয়োরের ভাষাও ‘ডিকোড’ করা হল!

শুয়োরের ভাষাও ‘ডিকোড’ করা হল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মার্চ, ২০২২

কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সহায়তায় এবার শুরু হল বিভিন্ন প্রাণীর মুখ থেকে বেরনো আওয়াজকে ‘ডিকোড’ করার প্রক্রিয়া শুরু হল। এই অসম্ভবকে সম্ভব করেছে ডেনমার্কের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ‘পিগ ট্রান্সলেটর’ নামের এক অ্যালগোরিদম সফটওয়্যার তৈরি করে ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৪০০ শুয়োরের ১৪০০-র বেশি অভিব্যক্তিসূচক শব্দ ৯৫ শতাংশ পর্যন্ত নির্ভুলভাবে বিশ্লেষণ করেছেন। এর মধ্যে রয়েছে সব রকমের অভিব্যক্তি, তৃপ্তি ও আনন্দের অভিব্যক্তি, আবার কষ্ট ও খিদের প্রকাশও রয়েছে। এই গবেষণার নেতৃত্বে ছিলেন অ্যানিমাল কমিউনিকেশন নিয়ে কাজ করা অধ্যাপক এলোডি ব্রিফার। তার ভাষায়, “এই এআই ট্রান্সলেটরকে অ্যাপে পরিণত করে পশুপালকদের কাছে পৌঁছে দিতে পারলে পশুকল্যাণ, পশুপালনে বিপ্লব আসবে। এই পদ্ধতির সহায়তায় পশুপ্রাণীদের শারীরিক অসুস্থতাও প্রাণীচিকিৎসকদের রোগণির্ণয় ও চিকিৎসা করতে সুবিধে হবে।”