সংক্রমণ রুখতেও দক্ষ সুন্দর মুখ!

সংক্রমণ রুখতেও দক্ষ সুন্দর মুখ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা প্রসিডিংস অফ দ্য রয়াল সোসাইটি বিঃ বায়োলজিক্যাল সায়েন্সে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেল এক অভিনব পর্যবেক্ষণের কথা। যাকে দেখতে যত সুন্দর তার দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তত বেশি! ব্যাকটিরিয়া, ছত্রাক, ভাইরাসের সংক্রমণ আটকানোর ক্ষমতায়ও সুন্দর মুখ নাকি এগিয়ে থাকে অন্যদের তুলনায়। গবেষণা আরও জানিয়েছে, সুন্দর মুখের মানুষের শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াইও বেশি করতে পারে। উল্লেখ্য , প্রাকৃতিক নির্বাচন বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন কিন্তু বিশ্বাস করতে চাননি সৌন্দর্যের সঙ্গে ভাল স্বাস্থ্য বা ভাল মুখের কোনও সম্পর্ক রয়েছে। কিন্তু ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অর্থানুকুল্যে টেক্সাসের ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় প্রথমবার প্রমাণ মিলল যে মুখের সৌন্দর্যের সঙ্গে দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হওয়ার সম্পর্ক রয়েছে। গবেষকরা ১৫৯ জনের সুন্দর মুখের প্রত্যেকের দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা কতটা সেটা বুঝতে বহু রকমের পরীক্ষা করা হয়। সমস্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যাদের মুখ যতটা সুন্দর তাদের প্রতিরোধ ব্যবস্থা সেই পরিমাণে শক্তিশালী, বিশেষত ব্যাকটিরিয়া বা ভাইরাস সংক্রমণ রোখার ক্ষেত্রে।