সংরক্ষণ হচ্ছে পাবর্ত্য অঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী

সংরক্ষণ হচ্ছে পাবর্ত্য অঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ফেব্রুয়ারী, ২০২২

একটি বিলুপ্তপ্রায় প্রাণীর সংরক্ষণ ও বংশবিস্তারের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের বায়োডাইভার্সিটি বোর্ড। প্রাণীর নাম স্যালামান্ডার। দার্জিলিং-কার্শিয়াং-এর জঙ্গল-ঘেরা গ্রাম নামথিংপোখরি। সেই গ্রামের নামথিং-এ লেকেই মূলত বাস স্যালামান্ডারের। এই বিলুপ্তপ্রায় প্রাণীকে দেখতে টিকটিকির মত। খানিকটা উভচর, খানিকটা সরীসৃপ। স্থানীয় আধিকারিকদের দেওয়া হিসেব অনুযায়ী এখনও ১২ কিলোমিটার নামথিং লেক এবং তার ধার দিয়ে প্রায় হাজার খানেক স্যালামান্ডার বেঁচে আছে। এরা ২০ থেকে ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। গায়ে আঁশ নেই। মাথাকে ঘাড় থেকে আলাদা করা যায় না, এমন গড়ন। ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা হয়, ওজন প্রায় ২০০ কেজি-র কাছাকাছি। মূলত ছোট জলজ প্রাণী ও শ্যাওলা এদের খাদ্য। সরকারের তরফ থেকে ১২ কিলোমিটার লেককে হেরিটেজের মর্যাদা দেওয়া হবে। যাতে স্যালামান্ডাররা আগামি দিনে বংশবিস্তার করে তাদের সংখ্যা আরও বাড়াতে পারে।