সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক নিয়ে বিতর্ক বাংলাদেশে

সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক নিয়ে বিতর্ক বাংলাদেশে

বিজ্ঞানভাষ
Posted on ১০ ফেব্রুয়ারী, ২০২২

সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে। পরিবেশবিদদের অভিযোগ, তাদের সতর্কবার্তা উপেক্ষা করে প্রায় ৮৫০ কোটি টাকা খরচে তৈরি করা হবে মৌলভি বাজারের জুড়ীতে এই সাফারি পার্ক। সেই নিয়ে শোরগোল বাংলাদেশে। বিতর্কে খোদ পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী। জুড়ীর লাঠিটিলা বনাঞ্চলটি সংরক্ষিত। এই বনের মোট আয়তন ৫৬১৫ একর। তার মধ্যে ১৭৫ একর অঞ্চল জুড়ে সাফারি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে। পরিবেশবিদদের অভিযোগ, সাফারি পার্ক তৈরি করলে সংরক্ষিত বনের জীববৈচিত্র্য যা আছে তার সবই ধ্বংস হয়ে যাবে। চোরাকারবারীদের সৌজন্যে অরণ্য নিধন চলছে। তার প্রতিকারের ব্যবস্থা না করে সাফারি পার্ক তৈরির পরিকল্পনায় ক্ষুব্ধ বাংলাদেশের পরিবেশবিদরা। পরিকল্পনা অনুযায়ী, বিদেশ থেকে সিংহ, বাঘ, জিরাফ সহ ১৩৭ রকমের প্রাণী কেনা হবে মূলত আফ্রিকা থেকে। তাদের দেখভালের জন্য নিযুক্ত কর্মীদের ট্রেনিং-য়ে ও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তার জন্য ১ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।