সবে মিলে করি কাজ

সবে মিলে করি কাজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৬ জুলাই, ২০২২

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। অনেকে ইতিমধ্যেই করোনার দু’টি টিকা নিয়ে নিয়েছেন। বুস্টার টিকা দেওয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে। এ বার কেন্দ্র একটি নতুন টিকা তৈরিতে মন দিয়েছে। তা করোনাভাইরাসের পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে মোকাবিলা করতে পারবে। এই টিকায় জব্দ হবে করোনার উপরূপগুলিও। বিজ্ঞান মন্ত্রকের অধীনে থাকা জৈবপ্রযুক্তি বিভাগ এই টিকা তৈরির দায়িত্বে রয়েছে।
নতুন টিকা নিয়ে গবেষণা এবং তা দ্রুত তৈরি করে বাজারে আনার বিষয়টি খোলসা করে ইংরেজি সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছেন জৈবপ্রযুক্তি বিভাগের এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। টিকার নাম রাখা হয়েছে ‘বাইভ্যালেন্ট’। জৈবপ্রযুক্তি বিভাগের সঙ্গে এই প্রতিষেধক তৈরিতে হাত মিলিয়েছে আরও পাঁচটি ওষুধ তৈরির সংস্থা।