বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ডিসেম্বর, ২০২১
সমুদ্র অভিযানে নামছেন ভারতীয় বিজ্ঞানীরা। সমুদ্রের একদম তলায় যাবেন তারা। ২০২৪-এ এই অভিযান হবে। একটি হলুদ রঙের টাইটেনিয়ামের সাবমেরিনে ভারত মহাসাগরে পাড়ি দেবেন তিনজন বিজ্ঞানী। ২৫ টনের এই ডুবোজাহাজের নাম দেওয়া হয়েছে ‘সমুদ্রায়ন’। মাঝসমুদ্রে গিয়ে তারা নিচে নামতে শুরু করবেন। অভিযানের নাম মৎস্য ৬০০০। সমুদ্রের তলায় ১০০ মিটারের যে গভীরতা রয়েছে সেটা প্রথমে অতিক্রম করবে মৎস্য। তার নীচে সুর্যের আলো প্রবেশ করে না। সেখানে শুধুই অন্ধকার। মৎস্যের সার্চলাইটের সহায়তায় সেই অন্ধকার ভেদ করে জাহাজ আরও নীচে নামবে। যেখানে বাতাসের চাপ থাকবে ৬০০ বায়ুমণ্ডল, মানে একটা হাতির ওজনের সমপরিমাণ! অ্যাক্রিলিক ভিউপোর্টের সহায়তায় বিজ্ঞানীরা সমুদ্রের নীচের পরিবেশ পর্যবেক্ষণ করবেন। কাঁকড়ার মত দেখতে রোবটের হাতের সহায়তায় সমুদ্রতল থেকে নমুনাও সংগ্রহ করে আনবেন।