সর্বকালীন রেকর্ড মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির

সর্বকালীন রেকর্ড মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ জানুয়ারী, ২০২২

কলোরেডোর ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেয়ারিক রিসার্চ-এর সাম্প্রতিক একটি গবেষণা থেকে উদ্বেগজনক এক তথ্য জানা গেল যে সাড়ে ছয় দশকে পৃথিবীর মহাসাগরগুলির তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উষ্ণায়ন এবং জলবায়ুর দ্রুত পরিবর্তনের জন্য মহাসাগরগুলির তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। গবেষণা জানাচ্ছে গত বছর মহাসাগরগুলির তাপমাত্রা-বৃদ্ধি সর্বকালীন রেকর্ড করে ফেলেছে। ২০২০-তে এই তাপমত্রা বৃদ্ধি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। তার আগের বছর, অর্থাৎ ২০১৯-এ তাপমাত্রা-বৃদ্ধি ছিল তৃতীয় স্থানে। মানে, প্রত্যেক বছরই মহাসাগরগুলোর তাপমাত্রা তার আগের বছরের তুলনায় বেড়েছে। গত ৬ বছরের পরিসংখ্যানটা এরকমই। গবেষণাটি চালানো হয়েছে মহাসাগরগুলোর ওপরের ২ হাজার মিটার অঞ্চলের তাপমাত্রা নিয়ে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রত্যেক বছর আটলান্টিকের তাপমাত্রা বাড়ছে। উত্তর প্রশান্ত মহাসাগর আর ভূমধ্যসাগরের তাপমাত্রাও একইভাবে বেড়ে চলেছে। তারই প্রতিফলন, ভূর্ণিঝড়, হারিকেন, টাইফুন, টর্নেডোর শক্তিশালী হয়ে ওঠা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি হয়ে প্রলয়ঙ্কর বন্যাও এই কারণে একাধিকবার হচ্ছে। একইসঙ্গে গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা থেকে প্রত্যেক বছর ১ লক্ষ কোটি টন বরফ গলে যাওয়ার কারণেও মহাসাগরগুলির জলের স্তর আশঙ্কাজনকভাবে ওপরে উঠে যাচ্ছে।