সলিড রকেট বুস্টারের সফল উৎক্ষেপণ ইসরো-র

সলিড রকেট বুস্টারের সফল উৎক্ষেপণ ইসরো-র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মে, ২০২২

মহাকাশ গবেষণায় নতুন অগ্রগতি দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র। এককভাবে মহাকাশযাত্রা তাদের এই মূহুর্তের বড় লক্ষ্য। আর তার জন্যই মিশন গগনায়ন। সেই লক্ষ্যেই একধাপ এগিয়ে গেল ভারত। সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হল সলিড রকেট বুস্টার। যা কি না মানুষকে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার মতো ভারি। আর এই সাফল্যের পর বলা হচ্ছে, পরের ধাপে নভোশ্চরদের নিয়ে সফলভাবেই মহাকাশে পৌঁছতে পারবে দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট। নির্বাচিত নভোশ্চররাও রাশিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে এইচএস-200 রকেট বুস্টারটি পাড়ি দেয়। বিজ্ঞানীরা একে বলছেন এলভিএম-৩ জিএসএলভি স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের প্রযুক্তিতেই তৈরি হয়েছে এটি। ইসরো এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘বুস্টারের সফল উৎক্ষেপণ মহাকাশে নভোশ্চরদের নিয়ে পাড়ি দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই রকেটটি সর্বোচ্চ ক্ষমতা নিয়েই কাজ করেছে।’ এস-২০০-এর ইঞ্জিনটি ৪০০০ কেজি ওজনের স্যাটেলাইট নিয়ে পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।