সহজে প্রতিস্থাপন হবে ফুসফুস

সহজে প্রতিস্থাপন হবে ফুসফুস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ ফেব্রুয়ারী, ২০২২

সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন বিজ্ঞান পত্রিকার প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে অদূর ভবিষ্যতে একজনের দেহে অন্যের ফুসফুস প্রতিস্থাপন করতে আর রক্তের গ্রুপ মেলাতে হবে না। যে কোনও গ্রুপের রক্তের দাতারই ফুসফুস প্রতিস্থাপন অন্যের দেহে প্রতিস্থাপিত করা যাবে। শুধু প্রতিস্থাপনের আগের মুহুর্তে দাতার রক্তের গ্রুপটিকে গ্রহীতার রক্তের গ্রুপে বদলে নিতে হবে। গবেষকদের দেওয়া তথ্য জানাচ্ছে আমেরিকায় এই মুহুর্তে এক গ্রুপের ফুসফুস পাওয়ার অপেক্ষায় রয়েছেন অন্তত এক লক্ষ রোগী। ২০১৭-র ছবিটা খুব হতাশজনক ছিল। যত রোগী ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় ছিলেন তার মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ সঠিক গ্রুপের রক্তের ফুসফুস পেয়েছিলেন।