সিসমিক মুভমেন্টের ফলেই চামোলি বিপর্যয়

সিসমিক মুভমেন্টের ফলেই চামোলি বিপর্যয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ এপ্রিল, ২০২২

২০২১-এ উত্তরাখণ্ডের চামোলিতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। নন্দাদেবী গ্লেসিয়ারের এক বড় অংশ ভেঙে সৃষ্টি হয়েছিল ভয়াবহ তুষারপাতের। তার সঙ্গে মহাপ্রলয়। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। আরও ২৫০ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল ওই অঞ্চলের একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের। ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির বিজ্ঞানীরা পোস্টমর্টেম করে জানিয়েছেন, ভূমিকম্প শুরু হওয়ার আগে ওই অঞ্চলটি সিসমিকভাবে (ভূমিকম্পজনিত) সক্রিয় হয়ে উঠেছিল। তপোবন অঞ্চলে প্রায় আড়াই ঘন্টা আগে বরফ আর পাথরের বিচ্যুতিতে কম্পন শুরু হয়ে গিয়েছিল ওখানে। তারপর শুরু হয় মহাপ্রলয়। ৯ জনের বিজ্ঞানীদের একটি দল এই ভূমিকম্পের কারণ বিশ্লেষণ করেছেন। তাদের পরামর্শ, উত্তরাখণ্ডের চামোলি এবং তপোবন অঞ্চলে নিয়মিত পর্যবেক্ষণ ও যথাযথ ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে আবার ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হবে চামোলি। নিখোঁজ হয়ে যাওয়া একজন মানুষকেও পরবর্তীকালে পাওয়া যায়নি।