ঘূর্ণিঝড় টাইফুন, টর্নেডোর মত এবার সুনামিরও সঠিক পূর্বাভাষ। আগে থেকে জানিয়েও দেওয়া যাবে কতটা ভয়াবহ হতে পারে সুনামি। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা কতটা সমুদ্র ফুঁসে ওঠার আগে সেই পূর্বাভাষ দেওয়ার আশা করছেন গবেষকরা। সমুদ্রের ঢেউ যে চৌম্বকক্ষেত্র তৈরি করে তার চরিত্র, চেহারা বিশ্লেষণ করেই এই পূর্বাভাষ দেওয়া বলে জানিয়েছে এক সাম্প্রতিক গবেষণা। প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা জার্নাল অফ জিওলজিকাল রিসার্চঃ সলিড আর্থ-এ। গবেষণাটি করেছেন জাপানের কিয়েতো বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিজ্ঞানীরা।
গবেষকরা বলছেন, সমুদ্রের জলতরঙ্গ তৈরি করে চৌম্বকক্ষেত্রগুলির পরিবর্তন। আর সেটা নির্ভর করে সমুদ্রের গভীরতার ওপর। বেশি গভীর হলে সুনামিতে সমুদ্র ফুঁসে ওঠার মিনিট খানেক আগে চৌম্বকক্ষেত্রগুলোর পরিবর্তন ধরা পড়ে। আর সমুদ্রের গভীরতা কম হলে এই পরিবর্তন ধরা পড়ে মিনিট দুয়েক আগে। পরিবর্তন দেখেই পূর্বাভাষ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।