সূর্যের বাইরের অংশের ছবি তুলবে মঙ্গলযান

সূর্যের বাইরের অংশের ছবি তুলবে মঙ্গলযান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মার্চ, ২০২২

সূর্যের বাইরের অংশ অর্থাৎ করোনাকে পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হয়েছে মঙ্গলযান। সম্প্রতি একদল ভারতীয় বৈজ্ঞানিকের মাধ্যমে একথা প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, এই বিজ্ঞানীরা মার্স অরবিটার মিশন অর্থাৎ মঙ্গলযান ব্যবহার করেছেন সূর্যের করোনাকে পর্যবেক্ষণের জন্য। আর এই পর্যবেক্ষণ চালানো হয়েছে সোলার কনজাংকশনের সময়। অর্থাৎ যে সময়ে সূর্যের একদিকে থাকে পৃথিবী। আর তার বিপরীত দিকে থাকে মঙ্গলগ্রহ। সূর্যের বায়ুমণ্ডল এখানে সূর্যের বাইররে অংশ করোনার বায়ুমণ্ডল খতিয়ে দেখার জন্য এই বিশেষ পর্যায়ের সাহায্য নিয়েছিল মঙ্গলযান। প্রসঙ্গত উল্লেখ্য, সূর্যের করোনা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল রয়েছে দীর্ঘদিন ধরেই। এই রহস্যজনক স্থানের জটিল বিষয়বস্তু বোঝার জন্যই তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।