সূর্যের ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে!

সূর্যের ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ এপ্রিল, ২০২২

সূর্যে আবার এক মহাবিস্ফোরণ হয়েছে। যার প্রতিফলনে সুর্য থেকে নির্গত হচ্ছে করোনাল মাস (সিএমই) এবং প্রচণ্ড তীব্রতার এক শক্তি! এই শক্তি ও সিএমই যাচ্ছে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের দিকে। ভারতের স্পেস সায়েন্সের সেন্টার অফ এক্সেলেন্সের বিজ্ঞানীরা জানিয়েছেন এই সিএমই পৃথিবীর দিকে ছুটে আসছে ঘন্টায় ২০ লক্ষ ৬৯ হাজার ৮৩৪ কিলোমিটার গতিতে! পৃথিবীর নিজস্ব যে চৌম্বকীয় পরিমণ্ডল রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে সুর্যের এই সিএমই নির্গমনে। বিজ্ঞানীদের আশঙ্কা, সিএমই-র ধাক্কায় পৃথিবীর চৌম্বকীয় পরিমণ্ডলে একটা আন্দোলনের সৃষ্টি হয়। তাকেই বলে ভূ-চৌম্বকীয় ঝড়। ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) ভবিষ্যদ্বাণী, এই ভূ-চৌম্বকীয় ঝড়ের প্রভাবে পৃথিবীর বাতাসে সুর্যের বিকিরণও আসবে এবং বৈদ্যুতিন সংক্রান্ত নানারকমের বিভ্রাট হতে পারে পৃথিবীতে।