মানুষ কোন বয়স থেকে সৃজনশীল হয়? সৃজনশীলতা শুরু কীভাবেই বা হয় – এ নিয়ে গবেষকরা অন্বেষণ করেছেন। তাতে দেখা গেছে এক বছরের কম বয়সী শিশুরা তাদের জানা নানা সহজ ধারণার সাথে জটিল ধারণা একত্রিত করতে পারে, যার থেকে সৃজনশীলতার সূত্রপাত মানুষের শৈশবেই হয়। ইউরোপের বার্মিংহাম ইউনিভার্সিটি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির গবেষণা জানাচ্ছে শিশু কথা বলতে শুরু করার আগেই সৃজনশীল চিন্তা করতে সক্ষম হয়। এর এই ধরণের চিন্তাভাবনা ভাষা অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পিএনএএস-এ প্রকাশিত গবেষণায়, গবেষকরা জানিয়েছেন, তারা মানুষের সৃজনশীলতা এবং উত্পাদনশীল চিন্তাভাবনার উত্স কী তা জানার জন্য সন্ধান করেছিলেন। এর থেকে তারা বোঝার চেষ্টা করেছিলেন মানুষ কীভাবে একদম নতুন চিন্তাভাবনা এবং ধারণাতে পৌঁছোয়। মানুষ তার জানা সাধারণ ধারণাগুলো একত্রিত করে নতুনভাবে বিষয় উপস্থাপিত করে নতুন আবিষ্কার, ধারণা নিয়ে আসে। মানুষের এই সৃজনশীলতা তাকে চাঁদে নিয়ে গেছে, নানা মারণ রোগের ওষুধ আবিষ্কার করতে সাহায্য করেছে। কিন্তু মানুষ জীবনের কোন পর্যায়ে নানা ধারণা একত্রিত করতে শেখে বা এর থেকে নতুন বিষয় উপস্থাপিত করতে পারে তা বিশেষ জানা ছিল না। গবেষকরা দেখেছেন নানা ধারণার একত্রীকরণের সূত্রপাত শৈশবে ভাষা শেখার সময় থেকেই শুরু হয়।
তারা ১২ মাসের ৬০ জন শিশুকে নিয়ে গবেষণা চালান। তারা শিশুদের ১ ও ২ এই দুটো শব্দ ও পরিমাণ বোঝান। তারা গবেষণায় দেখেন শিশুরা খুব দ্রুত অল্প পরিমাণ বর্ণনা করছে এই নতুন শব্দ দুটো শিখে যায়। তারপর তার সাথে স্বতঃস্ফূর্তভাবে পরিচিত শব্দ জুড়ে শব্দগুচ্ছ সম্পূর্ণরূপে বোঝে। গবেষণায় শিশুদের চোখের নড়াচড়া ট্র্যাক করে দেখা গেছে ১ ও ২ এই দুই পরিমাণ শিশুরা তাদের চেনা নানা বস্তু, পশু পাখির সাথে নিজেরাই মেলাতে পারছে। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধারণা একত্রিত করার ক্ষমতা জটিল ভাষা শিক্ষণ ব্যাখ্যা করতে সাহায্য করবে না, বরং তারা শারীরিক ও সামাজিক জগতের বিভিন্ন দিক সম্পর্কেও শিখবে। আবার প্রাপ্তবয়স্কদের দিক দিয়ে দেখতে গেলে, এই ক্ষমতা তাদের জানা সমস্ত কিছুর ভিত্তিতে ভাবনা চিন্তা করে নতুন অন্তহীন আবিষ্কারের সম্ভাবনার জানলা খুলে দেবে।