সেন্ট কিলডার পাথরের বাড়ি পরীক্ষা করবেন প্রত্নতত্ববিদরা

সেন্ট কিলডার পাথরের বাড়ি পরীক্ষা করবেন প্রত্নতত্ববিদরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ফেব্রুয়ারী, ২০২২

স্কটল্যান্ডের ওয়েলস। তার পশ্চিম উপকূলে সেন্ট কিলডা দ্বীপ। ১৯৩০-এর পর ওখানে মানুষ আর বাস করত না বলে জানা গিয়েছে। সেখানে অবস্থিত বিরাট এক পাথরের বাড়ি। স্টোন-হাট বলছেন তাকে প্রত্নতাত্বিকরা। ডুবো পাহাড়ের মত দেখতে অষ্টাদশ শতকে তৈরি সেই স্টোন-হাট। গল্প আছে, সেই সময়ে র্যা চেল চিজলি নামের এক অভিজাত মহিলাকে তার স্বামীর নির্দেশে ওই স্টোন-হাটে নির্বাসন দেওয়া হয়েছিল। সম্প্রতি এক ঝড়ে পাথরের ওই বাড়ি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রত্নতাত্বিকদের নজরে এসেছে। তারা পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। কীভাবে তৈরি হয়েছিল ওই ডুবো পাহাড়ের মত দেখতে পাথরের কুটীরটি। প্রত্নতাত্বিকরা জানিয়েছেন, ওই পাথরের বাড়ির ছাদ কীভাবে তৈরি করা হয়েছিল সেই নিয়ে তাদের আগ্রহের শেষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =