স্মার্টফোনে কোভিড পরীক্ষা!

স্মার্টফোনে কোভিড পরীক্ষা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ জানুয়ারী, ২০২২

বিশ্বের বিভিন্ন প্রান্তে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে এসেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। কোথাও সংক্রমণ একটু কমছে, কোথাও বা মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। আর যেখানে যেখানে সংক্রমণ বাড়ছে, সেখানে জন প্রতি পিসিআর টেস্ট করাটা আরও সমস্যার হয়ে উঠছে। বিকল্প উপায়? কোভিড টেস্ট (Covid-19 Testing) নিয়ে নানাবিধ রিসার্চ চলছে। কয়েক দিন আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কোভিড টেস্টের খবর জানা গিয়েছিল। সেই টেস্ট ৯৮ শতাংশ সঠিক পজিটিভিটি রিপোর্ট দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। আর এবার আমেরিকার ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্টা বারব্রা-র একদল বিজ্ঞানী স্মার্টফোন (Smartphone) দিয়ে কোভিড টেস্ট করে দেখলেন। স্মার্টফোনের ক্যামেরা ও ব্যক্টিকাউন্ট (Bacticount) নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কোভিড টেস্টিং প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে হতে পারে এবং সময়ব্যাপী, খরচসাপেক্ষ পিসিআর টেস্টের অন্যতম বিকল্প হিসেবেও উঠে আসতে পারে।