স্যাটেলাইটের মাধ্যমে নাসার আংশিক সূর্যগ্রহণের ছবি

স্যাটেলাইটের মাধ্যমে নাসার আংশিক সূর্যগ্রহণের ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মে, ২০২২

এবছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হয়েছে ৩০ এপ্রিল। ভারত ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গিয়েছে এই সুর্যগ্রহণ। প্রায় এক সরলরেখায় সূর্য, চাঁদ এবং পৃথিবীর। তাতেই সম্পন্ন হয়েছিল আংষিক সুর্যগ্রহণ। স্যাটেলাইটের মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে এসেছে। বিস্ময়কর সেই ছবি দেখে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। একঝলকে সেই ছবি দেখে মনে হয়েছে সুর্যের ওপর যেন কেউ একফালি কামড় বসিয়ে দিয়েছে। একে বলা হয় ক্রিসেন্ট শেপ।
নাসার মতে সুর্যগ্রহণ সেই পরিস্থিতিতে হয় যখন সুর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে। তখন চাঁদের ছায়া আংশিকভাবে পড়ে পৃথিবীর ওপর। ভারতীয় সময়ে রাত ১২.১৫-য় গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছিল ভোর ৪.৭-এ। এই মহাজাগতিক ঘটনা দেখেছিলেন চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ, অ্যান্টার্টিকার উত্তর-পশ্চিমের উপকূলের মানুষ, দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলের বাসিন্দারা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ।