বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ ডিসেম্বর, ২০২১
হাওয়ায় ঘুরে বেড়ায় পরাগ। বিজ্ঞানীরা যাকে বলছেন পোলেন। মানুষ যখন হাওয়ায় নিঃশ্বাস নেয় সেই পরাগ বা পোলেন তার শরীরে প্রবেশ করে। শ্বাসযন্ত্রের ওপরের অংশে ঢুকে পড়ে সে। এবার বায়ু দূষিত থাকলে দূষিত পোলেন বা পরাগ অনিবার্যভাবে সৃষ্টি করে মানুষের শ্বাসকষ্টের, অ্যালার্জির। গবেষকরা জানিয়েছেন, পরাগ একরকমের সুক্ষাতিসুক্ষ হলুদ রঙের পাউডার। যা হাওয়ার বাহিত হয় উদ্ভিদ থেকে, পাখিদের থেকে, ছোট পোকামাকড়ের মাধ্যমে। এই পরাগে উদ্ভিদের উর্বরতা বাড়ে। কিন্তু মানুষের শরীরে হাওয়ার সঙ্গে সেই পরাগ প্রবেশ করলে শুরু হয় নানারকমের অসুখের, যার মধ্যে হাঁপানি অন্যতম। চণ্ডীগড়ের একদল গবেষকের পর্যবেক্ষণে এই বিষয়টি ধরা পড়েছে এবং তারা আরও জানিয়েছেন, পরাগ বহু রকমের হয় এবং আবহাওয়ার পরিবর্তন অনুযায়ী তার আচরন বদলায়।