হাঁপানি রোগীদের কোভিড গুরুতর হয়নি

হাঁপানি রোগীদের কোভিড গুরুতর হয়নি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ এপ্রিল, ২০২২

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় সম্প্রতি জানা গিয়েছে, হাঁপানি আছে এরকম রোগীরা গুরুতরভাবে কোভিডে আক্রান্ত হননি। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে। গবেষকদের পর্যবেক্ষণে জানা গিয়েছে, হাঁপানি রোগীদের ক্ষেত্রে গুরুতরভাবে কোভিডের আক্রমণ না করতে পারার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের শরীরে থাকা সাইটোকিন-ইন্টারলিউকিন-১৩-র ভূমিকা। এরাই দুটি কোষের ভেতরের অঞ্চলে সার্স-২ ভাইরাসের সংক্রমণে প্রতিরোধ করে। এমনকী, কোষের ভেতর ঢোকার পরেও ইন্টারলিউকিন-১৩ আর সাইটোকিনের জন্য ওমিক্রন, ডেল্টা-সহ করোনা ভাইরাসের কোনও রূপ তাদের বংশবিস্তার করতে পারে না। সাইটোকিন মানবদেহের ক্ষুদ্রতর একটি প্রোটিন। এরা দেহের প্রতিরোধ ব্যবস্থা ও রক্তকোষগুলির বৃদ্ধি ও কাজকর্ম নিয়ন্ত্রণ করে নানাধরণের বার্তা পাঠিয়ে। তবে মানুষের শরীরে সাইটোকিনের মাত্রা বেড়ে গেলে মানুষ মারাও যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =